ছাপা 

এবিএম মুসার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

   

ঢাকা, ৯ এপ্রিল, ২০১৪ (বাসস) : রাষ্ট্রপতি আবদুল হামিদ বরেণ্য সাংবাদিক এবিএম মুসার মৃত্যুতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি এবিএম মুসার বর্ণাঢ্য কর্মজীবন স্মরণ করে তাকে দেশের সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে এবিএম মুসার অমূল্য অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, হাজার হাজার বন্ধু-বান্ধব ও শুভাকাংখীর প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবিএম মুসা আজ বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৮৩ বছর।