ছাপা 

 

পাকিস্থানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গী বন্দুকধারীদের হামলায় ১৩২ জন ছাত্র এবং ৯ জন স্কুল শিক্ষক কর্মী নিহত হয়। পাকিস্থানের সেনাবাহিনী বলছেন তারা বন্ধুকধারিদের হত্যা করতে সক্ষম হয়েছেন। এ সহিংসতার দায় স্বীকার করে তালেবানদের এক মুখপাত্র টেলিফোন বিবৃতিতে জানান... পাকিস্থান সেনাবাহিনী দ্বারা তালেবানদের উপর পরিচালিত হামলার প্রতিবাদ জানাতে এ বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে।এ স্কুলটিতে ছাত্র সংখ্যা প্রায় ৫০০ জন বলে জানিয়েছেন, আহতদের সবাইকে পেশোয়ার শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।পাকিস্থানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ সকল দলের উপস্থিতিতে জরুরী সংসদীয় অধিবেশন ডেকে, পাকিস্থানে তিনদিনের শোক দিবস ঘোষণা দেন। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন, প্রেসিডেন্ট বারেক ওবামা এবং বিভিন্ন দেশ এ সহিংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্থান সরকারকে তা হতে সহসা উত্তোলনের আহবান জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্থানের সেনাবাহিনী পরবর্তী যেকোন পরিস্থিতি এড়াতে সেখানে জরুরী অবস্থা জারি করেছেন এবং তালেবান ঘাটিতে হামলা চালিয়ে কয়েকজন জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়েছেন।