ছাপা 

 

এডমোনটন, কানাডা, ২৫ ডিসেম্বরঃ বাংলাদেশহেরিটেজএন্ড এথনিক সোসাইটিঅবআলবার্টার ২০১৫ সালের সাধারন নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সন্ধ্যায় সিটির ইফরসি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে দেলোয়ার জাহিদ (পুনরায়) সভাপতি, জুলফিকার আহমেদ (তায়িফ) সহসভাপতি ও মাসুদ ভুইয়া সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

 

গঠিত তিন সদস্য বিশিষ্ট এ নির্বাচন কমিশনের মধ্যে ছিলেনঃ ভাষা সৈনিক সিদ্দিক হুসাইন (চেয়ার), ডঃ হাফিজুর রহমান (সদস্য), ডঃ সালেহ শাহ (সদস্য)।

অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেনঃ যুগ্ম সাধারন সম্পাদক এম আনামুর রহমান মিয়া, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সদস্য কমিউনিকেশনস- ডলি ইসলাম,সদস্য- সোসাল এফেয়ার্স- মোঃ মোবাশ্বর,সদস্য- স্পোর্টস এফেয়ার্স আকাশ আলী, সদস্য- ইয়ুথ এফেয়ার্স মাসুম চৌধুরী,এক্স-অফিসিও সদস্য- টমাল ইসলাম।

সংগঠনেরসভাপতিদেলোয়ারজাহিদেরসভাপতিত্বেঅনুষ্ঠিত এসাধারন সভায় বক্তব্য রাখেন বিদায়ী সাধারন সম্পাদকআহসান উল্লাহ। আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য তাজুল আলী, নূরে আলম, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতাকালীন সদস্য মুহাম্মদ জাকারিয়া।

নির্বাচন কমিশনেরচেয়ারভাষা সৈনিক সিদ্দিক হুসাইন বাংলাদেশহেরিটেজএন্ড এথনিক সোসাইটির কার্য্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির জন্য সেবা মূলক কাজ করার আহ্বান জানান।

সভাপতির ভাষনে দেলোয়ারজাহিদ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ সহযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং প্রবাসে সকল দলীয় রাজনীতির উর্দ্ধে উঠে ঐক্যব্দ্ধভাবে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বর্ণবাদ, অসহিষ্ণুতাও জাতিগতবিদ্বেষ এর যোগসূত্রেরবরাতদিয়েবৈষম্যহীনতা, সম্প্রীতি ও জীবনে সহনশীলতার শিক্ষা নেয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান ও আইনের প্রতি শ্রদ্ধা, ব্যক্তিসমতাওআত্মত্যাগেরশিক্ষা নিয়েএসমস্যাথেকেপরিত্রানের উপায় খুজতে সাংগঠনিক উদ্যোগের উপর জোরারূপ করেন।

 

সংযুক্ত ছবিতে সভার বাম থেকে বসা ডঃ সালেহ, ডঃ হাফেজ, সিদ্দিক হুসাইন, সংগঠনেরসভাপতিদেলোয়ারজাহিদেরও সহসভাপতিজুলফিকার এর সাথে পিছনের সারিতে নির্বাচিত কর্মকর্তাবৃন্দ