ছাপা 

নয়াদিল্লি, ১২ মে ২০১৪ (বাসস/এএফপি) : অধিনায়ক হিসেবে বরখাস্ত হওয়ার পর গত সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ড্যারেন স্যামি বলেছেন তাকে আর প্রয়োজন নেই বুঝতে পেরে অবসর নেয়া ছাড়া আর কোন বিকল্প তার ছিল না।
নির্বাচকরা তাকে সরিয়ে উইকেটরক্ষক দিনেশ রামদিনেকে অধিনায়ক করার দিনই লংগার ভার্সনের ক্রিকেট থেকে থেকে অবসর ঘোষণা করেন ২০১০ সালের অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নেতৃত্ব দেয়া ৩০ বছর বয়সী স্যামি।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) স্যামি বলেন, ‘পরিবর্তন অপরিহার্য্য। কোন কোন সময় এটা আমাদের পছন্দ না-ও হতে পারে, কখনো এটার সঙ্গে আমরা একমত না-ও হতে পারি। কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে।’
ক্যারিয়ারে ৩৮ ম্যাচের মধ্যে ৩০ ম্যাচে দলের অধিনায়কত্ব করা স্যামি বলেন নির্বাচকদের ভবিষ্যত পরিকল্পনায় নেই এটা বুঝতে পারার পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নেয়াটা কঠিন ছিল না।
তিনি বলেন, ‘নির্বাচকদের সঙ্গে আলোচনা করার পরই আমি এমনটা ভেবেছিলাম।’
টেস্ট ক্রিকেটের পরবর্তী পর্যায়টা যেভাবে নির্বাচকরা এগিয়ে নিতে চান সেটা ম্যানেজমেন্টের কাছ থেকে শোনার পর আমি বুঝতে পারলাম টেস্ট অধিনায়ক কিংবা খেলোয়াড় কোন কিছুতেই আমার প্রয়োজন নেই।
‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একটা নতুন নির্দেশনা লাভ করেছে এবং টেস্ট ক্রিকেটে আমার কোন ভুমিকা রাখার প্রয়োজন নেই। অবসর নেয়া ছাড়া আমার কোন পছন্দ ছিল না।’
ইতোপুর্বে ডোয়াইন ব্রাভোর কাছে ওয়ানডে অধিনায়কত্ব হারানো স্যামির নেতৃত্বেই ২০১২ সালে টি-২০ বিশ্ব কাপ শিরোপা জয় করে স্যামি। সংক্ষিপ্ত ভার্সনের নেতৃত্ব বিশ্ব কাপ জয় করা স্যামির হাতেই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
তিন ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন এখন থেকে তিনজন।